পুলিশি অভিযান : মহেশখালীতে-২ বছরের  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ সাহেবের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এএসআই মোঃ রাসেল ফোর্সসহ গত ০৬/১২/২৪ তারিখ গভীর রাতে মহেশখালী থানাধীন জাকিরাঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারী নির্যাতন মামলা নং-৪৩/১৮ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত  আসামী-মোঃ নুরুচছফা(৪২),পিতা-কালা মিয়া @ কালাইয়া,সাং- জাকিরাঘোনা(নতুন বাজার)থানা-মহেশখালী,কক্সবাজার’কে গ্রেপ্তার করিতে সক্ষম হয়,আসামীকে সাজা পরোয়ানা মূলে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে…

পূর্বের খবরমহেশখালীতে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
পরবর্তি খবরভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালারমারছড়ায় অস্বাস্থ্যকর  পরিবেশে খাবার বিক্রির অপরাধে জরিমানা