আব্দুর রহিম মহেশখালী ( কুতুবজোম) প্রতিনিধি
দ্বীপ উপজেলা মহেশখালীর অন্যতম টুরিজম স্পট হচ্ছে কুতুবজোমের সোনাদিয়া। এই দ্বীপে প্রায়
৩ হাজারের মানুষের বসবাস। সম্প্রতি টুরিস্টদের
আকর্ষণীয় স্পট হয়ে উঠেছে সোনাদিয়া দ্বীপ।
যোগাযোগ ব্যবস্হা উন্নতি হলে আগামীতে
হয়তো এটিই হয়ে উঠবে বাংলাদেশের থাইল্যান্ড।
সম্প্রতি কয়েকটি অসাধু চক্র বেআইনি ভাবে
দ্বীপের বিপুল পরিমাণ গাছ কর্তন করে বিভিন্ন অবৈধ কটেজ নির্মান করেন। যেখানে জমে উঠেছে মাদক, জুয়া ও রমরমা নারীর দেহ ব্যবসা।
ফল স্বরুপ সেখানকার সামাজিক অবস্থা ডে বাই ডে চরম অবনতির দিকে যাচ্ছে । নারী-পুরুষ অবৈধ দেহ ব্যবসার দিকে ঝুঁকছে। যা মানব সমাজের জন্য হুমকি স্বরুপ।
উপজেলা প্রশাসন কর্তৃক এই দ্বীপের বিট কর্ম কর্তাদের জন্য রয়েছে একটি অফিস। এই দ্বীপে গত ৩-৪ মাস ধরে নেই কোন বিট কর্ম কর্তাদের উপস্থিতি। উপজেলায় বসেই খাচ্ছেন সরকারি বেতন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দ্বীপে
প্রশাসনের তৎপরতা না বাড়ালে চরম হুমকির মুখে পড়বে এমনটা মনে করেন এই দ্বীপের জনসাধারণ এবং সুশীল সমাজ।