বড় মহেশখালী দেবাঙ্গা পাড়ার সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাহিমুল ইসলাম ( মহেশখালী প্রতিনিধি)
শনিবার (২৯ মার্চ) ২৮ ই রমজান বড় মহেশখালী দেবাঙ্গা পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেবাঙ্গা পাড়ার সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বেদারুল ইসলাম, ডাক্তার আব্দুল আজিজ, দেবাঙ্গা পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল মোস্তফা, কুতুবজোম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা কবির আহমদ,
আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র পরিচালক মাওলানা এখলাচুর রহমান। ফকিরা ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাষ্টার জিয়াউর রহমান। হাজী মনু মিয়া গং , এবং উক্ত ইফতার মাহফিলের সকল আয়োজক শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে তুলে ধরার পাশাপাশি রমাদ্বান কারীমের মাহাত্ম্য ও আত্ম সংযমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
এবং এই মহতী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরিশেষে, দেবাঙ্গা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা সিরাজুল মোস্তফা দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।