আশির দশকের গোড়ার দিকে মহেশখালী উপজেলার গোরাকঘাটা বাজারে নিত্য প্রয়োজনীয় মাছ তরকারি ক্রয়-বিক্রয়ের দুইটি হাট নিয়মিত বসে আসছিল। এর একটি হাট বসত সকালে বাজারের বাইরে পূর্বদিকে, অন্যটি বসত বিকেলে বাজারের মধ্যভাগে। সকালের হাটের চাইতে বিকেলের হাটে নিত্য প্রয়োজনীয় মাছ তরকারি ক্রয়-বিক্রয় বহুগুণ জমজমাট হত। এতে পৌরসভার ওয়ার্ডের ক্রেতা বিক্রেতা ছাড়াও পার্শ্ববর্তী ইউনিয়নের ক্রেতা বিক্রেতার মিলনমেলায় পরিণত হতো। কিন্তু বড়ই পরিতাপর বিষয় হলো ৫যুগের পুরানো বাজারের মধ্যভাগের বিকেলের হাট কে গত ২২ মার্চ ২০২৪ ইংরেজি ১১ রমজানে গণমানুষের স্বার্থকে উপেক্ষা করে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ইন্দনে সরিয়ে নেয়া হয়। এর ফলে রমজানে সাধারণ মানুষের মাছ তরকারি ক্রয় করতে সীমাহীন ভোগান্তি পেতে হয়।
এরপর হতে বাজারের সকল ব্যবসায়ীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে।
বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় বিকেলের হাটটি বাজারের বাইরে নিয়ে যাওয়ায় তাদের বেচা বিক্রি কমে গেছে। সাধারণ দিনমজুর শ্রমিক দের সাথে কথা বলে জানা যায় সন্ধ্যার পরে বাজারের বাইরে হওয়ায় তারা ওইদিকে মাছ তরকারি কিনতে কম নিরাপত্তায় ভোগেন। তারা জানায় সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পর পারিশ্রমিক পায়। এই টাকা গুলি নিয়ে অন্ধকারে বাজারের বাইরে গিয়ে সন্ধ্যায় মাছ তরকারি ক্রয় করা তারা ঝুঁকিপূর্ণ মনে করে।
এহেন পরিস্থিতিতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা সাধারণ সহ সকল শ্রেণীর পেশার মানুষের গণদাবি বিকালের পুরানো হাটি ফিরে আসুক। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যেন পুরনো ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা নেয় তার জোর দাবি জানাচ্ছে সচেতন মহল।