“মহেশখালী কুতুবজোমেভোটার হাল নাগাদকে সামনে রেখেআর্থিক দূর্নীতির অভিযোগ, প্রতি ফাইলে ২০০-৫০০ টাকা করে দিতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার (মহেশখালী নিউজ)
দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোমে
ভোটার হাল নাগাদকে সামনে রেখে
আর্থিক দূর্নীতির অভিযোগ উঠতেছে সর্বত্রে।
শেষ নেই শারিরীক এবং মানষিক হয়রানির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশান বিন আজম নামের একজন ফেসবুক ব্যবহারকারীর ওয়াল থেকে নেয়া সরাসরি অভিযোগ নীচে দেয়া কলো।
ফেসবুক পেইজে লিংক ———-
https://www.facebook.com/profile.php?id=100070253293068&mibextid=ZbWKwL
ফেসবুক গ্রুপ লিংক ——
https://www.facebook.com/share/dQE4rbKfasTb63FY/?mibextid=A7sQZp
“লাল মোহাম্মদ সিকদার পাড়া স্কুলের দপ্তরি আশেক যে ভোটার তালিকা হালনাগাদের ফাইল জমা নিচ্ছে এবং মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতি ফাইলে। ই’সি থেকে তো দপ্তরিকে এই দায়িত্ব দেওয়া হয় নি এবং ২৫০-৫০০ টাকা করে নিতে বলা হয়নি❓
যে ক’জন সম্মানিত শিক্ষক শিক্ষিকার দায়িত্ব নিজেরা পালন না করে দপ্তরি কে দিয়ে মানুষকে হয়রানি এবং জুলুম করার রাস্তা তৈরি করে দিলেন সেই দু’জন মহান শিক্ষক শিক্ষিকার নামও আমার কাছে আছে কিন্তু এখন প্রকাশ করছিনা সম্মানার্থে যদি আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর সাথে সাথে ব্যবস্থা না নেন তাহলে জনস্বার্থে আমি আপনাদের নাম প্রকাশ করতে বাধ্য হব।