বাংলাদেশ জামায়েত ইসলামী মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়েত ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ২৪-০৩-২৫ ইংরেজি তারিখে অনুষ্ঠিত ইফতার  মাহফিলে প্রায় ৮০০ মানুষের ইফতার আয়োজন হয়েছে বলে জানান আয়োজক ৫ নাম্বার ওয়ার্ডের জামায়াতের সভাপতি নাসির উদ্দিন। উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়েত ইসলামী মহেশখালী দক্ষিণ এর ঊর্ধ্বতন  নেতৃবৃন্দ ছাড়াও মহেশখালী পৌরসভার সকল দায়িত্বশীল ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি সমমনা ইসলামিক দলগুলোর উপজেলা নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়ার উক্ত ইফতার মাহফিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উক্ত মাহফিলে বক্তাগণ দীর্ঘ ১৬ বছর যাবত জালেম সরকারের অত্যাচারের কথা তুলে ধরে  বলেন আওয়ামী সরকার শুধু দলীয় প্রোগ্রামে করতে দেয়নি তা নয় উন্মুক্ত পরিবেশে  ইফতার মাহফিল অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও নাক্কারজনকভাবে প্রতিহত করেছে। জুলাই বিপ্লব সেই দার উন্মোচিত হওয়ায় মহান  রবের নিকট শুকরিয়া আদায় করেন বক্তাগণ। বক্তাগণ বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী শুধু ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না জামায়েত ইসলামী সৎ ও তাকওয়াবান মানুষ গড়তে কাজ করে। সমাপনী বক্তব্যে উপজেলা আমির মাস্টার শামিম ইকবাল বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী  দুনিয়া ও আখেরাত উভয় কল্যাণে কাজ করে আর মানুষকে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আহ্বান করে।

পূর্বের খবরহাসিনার ৬ প্রকল্পে কেন অতিরিক্ত সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাধ্য হচ্ছে সরকার
পরবর্তি খবরকক্সবাজার শহর জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।