হোয়ানক ইউনিয়নের পানির ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (রজি উল্লাহ) পদত্যাগের দাবিতে আন্দোলন করছে তারই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৩০/০১/২০২৫ ইংরেজি সন্ধ্যা সাতটার দিকে প্রধান শিক্ষক (রজি উল্লাহ) এর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের নামে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মহেশখালী নিউজকে বলেন প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, উনি আসলেও স্কুল ছুটির পর আসেন। এমন দিন আছে উনি এসে উপস্থিতির সাইন করে আবার চলে যায়। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার ফি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন।
ফেসবুক পেইজে:- https://www.facebook.com/profile.php?id=100070253293068&mibextid=ZbWKwL
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/share/dQE4rbKfasTb63FY/?mibextid=A7sQZp
শিক্ষার্থীদের আন্দোলনে গোরকঘাট কালামারছড়া সড়ক পুরোপুরি অচল হয়ে যায়।
রাত দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হলে প্রধান শিক্ষকের অপসারণের আশ্বাস দেয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন সীমিত করে।
হোয়ানক প্রতিনিধি….
ছালামত উল্লাহ