“থেমে নেই জামায়াতের দাওয়াতি কাজ”

আব্দুর রহিম ( মহেশখালী নিউজ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মাসব্যাপি দাওয়াতি পক্ষ চলমান রাখেন
কুতুবজোম ইউনিয়ন জামায়াতের নেতৃ্ত্ববৃন্দ।
গ্রাম বাংলার প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে অবিরাম কাজ করে যাচ্ছেন জামায়াত।

গ্রাম বাংলার সাধারণ মানুষ দলে দলে
হেঁসে মুখে গ্রহণ করছেন তাদের দাওয়াত।
এক সাক্ষাৎকারে কুতুবজোমের ইউনিয়ন সভাপতি বলেন——–

তৎকালীন আরবের জাহেলিয়াতের সমাজ কে
অন্ধকার থেকে আলোর পথে আনতে
মানবতার মুক্তি দূত হযরত মোহাম্মদ ( সাঃ) আলাদা কর্মসূচি হাতে নিয়ে যোগ্যতা সম্পন্ন
সোনার মানুষ তৈরি করেন।

এবং এই যোগ্যতা সম্পন্ন সোনালী মানুসদের নিয়েই আন্দোলন চালিয়ে আরবকে একটি সোনালী সমাজে রুপান্তর করেন।
অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী ও হযরত মোহাম্মদ ( সাঃ) এর দেখানো সিস্টেমেই কাজ চালিয়ে যাচ্ছে। এবং আল্লাহ চাইলে বাংলাদেশে
ও সোনালী সমাজ প্রতিস্টা হবে ইনশাআল্লাহ।

পূর্বের খবরনানান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো তারণ্যের উৎসব২০২৫।
পরবর্তি খবরবড় মহেশখালী দেবাঙ্গা পাড়া হযরত হামযা বিন আব্দুল মোত্তালিব (রা.) মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাবিনা অনুষ্ঠান অনুষ্ঠিত সফল হয়েছে।