একটি হারানো বিজ্ঞপ্তি,

গত কাল (২৯/১১/২০২৪) বিকাল ৪:৩০ ঘটিকার সময় বাসা থেকে বের হয়ে প্রতিদিনের মত কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। সে কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বয়স- ১৩ বছর।

নাম: আজাহিদুল ইসলাম
পিতা: শহিদুল ইসলাম শাওন
মাতা: ইয়াছমিন আক্তার মুন্নি
স্থায়ী ঠিকানা: কায়দাবাদ, শাপলাপুর, মহেশখালী, কক্সবাজার।
বর্তমান ঠিকানা: সাহিত্যিকা পল্লী, আলীর জাহাল, কক্সবাজার।
যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 01829623081, 01823775456, উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

পূর্বের খবরবাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালীর উত্তর শাখার বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত 
পরবর্তি খবরমহেশখালী উপজেলার শিক্ষা সহায়ক মানবতার সংগঠন RB24 ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “RB24 মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সফলতার সহিত সম্পন্ন।