“আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইং কর্মী সম্মেলন উপলক্ষে বড় মহেশখালী ইউনিয়নের স্বাগত মিছিল সম্পন্ন”
” ফাহিমুল ইসলাম (বড় মহেশখালী প্রতিনিধি )”
আগামী ৮ ফেব্রুয়ারী জামায়াতের আমীর ড. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষে জমকালো ভাবে স্বাগত মিছিল করেন বড় মহেশখালী ইউনিয়ন শাখার নেতৃত্ববৃন্দ। উক্ত স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়নের নেতৃবৃন্দগন,
১/ মৌলানা আবুল মালেক
২/মাষ্টার আব্দুল মাজেদ
৩/মৌলানা একরামুল হক
৪/এনামুল হক
৫/মাষ্টার গোলাম শরীফ
উক্ত স্বাগত মিছিলে প্রধান বক্তব্য রাখেন
বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ও মৌলানা সিরাজুল হক সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা, উলামা বিভাগ। এদিকে মাওলানা সিরাজুল হক বক্তব্যের বলেন এত দিন এদেশের মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে ফ্যাসিবাদী সরকার , তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকার এদেশে কোনো উন্নয়ন করেননি, উন্নয়ন এর নাম করে নিজের পকেট ভর্তি করেছে। মৌলানা সিরাজুল হক বলেন এই মহান আল্লাহ আমাদেরকে স্বাধীনতা ফেরত দিয়েছেন সেই স্বাধীনতার মুল্যায়ন করার জন্য প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত।
সর্বশেষ আগামী ০৮/ ০২/ ২০২৫ ইং আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের আগমন
সফলকাম করার আহ্বান জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।