হোয়ানকে মহিলা সমাবেশে ডক্টর হামিদুর রহমান আযাদ 

ইসলামই নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করেছে
সরওয়ার কামাল মহেশখালী
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ বলেছেন পৃথিবীতে নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করেছেন একমাত্র ইসলাম। তিনি বলেন নারী পুরুষের সৌন্দর্য প্রকাশের সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন ইসলাম। সুতরাং যার যে দায়িত্ব সেই দায়িত্বশীলতার সীমা বদ্ধতা থেকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রত্যেক নারি নিশ্চিত ভাবে তার অধিকার ভোগ করবে। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, রাসুল ( সঃ) এর সময় যুদ্ধের ময়দানে পুরুষদের পাশাপাশি মহিলা সাহাবীরা সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছে। তিনি বলেন মহিলা সাহাবী হযরত নুসাইবা ( রাঃ) যুদ্ধের ময়দানে যে ভাবে সক্রিয় ভুমিকা পালন করেছে। হযরত নুসাইবা ( রাঃ) এর উত্তর সুরী হিসেবে ইসলামের অগ্রগতি ও অগ্র যাত্রায় আমাদের মা এবং বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান। কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ বলেন,  নারিদের প্রাপ্য অধিকার খর্ব করে বর্তমান নারি অধিকার সংস্কার কমিশন যে রিপোর্ট পেশ করেছে তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। নারীদের সম্মান ও তাদের প্রাপ্য অধিকার একমাত্র ইসলামই নিশ্চিত করেছে। তিনি বলেন,  আজকে যারা নারী বাদি হিসেবে নারীদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করছে তারাই নারীদের অধিকার ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে।  জনাব আযাদ আরো বলেন, আমাদের উপর নামাজ, রোজা, হজ্ব, যাকাত যে ভাবে ফরজ করা হয়েছে ঠিক সেই ভাবে দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ। এই বিধান পুরুষের উপর যেমন ফরজ তেমনি মহিলাদের উপরও  ফরজ, তাই নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামি যে কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়ন হলে নারীরা তাদের পুর্নাঙ্গ অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। তাই আসুন জুলাই বিপ্লবের শক্তি বুকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র মুক্ত, , চাঁদাবাজ ও বৈষম্যহীন শোষণ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে নারী – পুরুষ সকল কে এগিয়ে আসার আহবান জানান। গতকাল মঙ্গলবার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন মহিলা জামায়াতের উদ্যোগে মহিলা জামায়াতের নেতৃ শিরিন ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, হোয়ানক ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি সৈয়দ কবির, ওলামা বিভাগের নেতা মাওলানা ইছহাক, শ্রমিক নেতা মুমিনুল হক কোখন, ফরিদুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্বের খবর“মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ”
পরবর্তি খবরদায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী  “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে”