প্রেস বিজ্ঞপ্তি, ২৮ মার্চ ২০২৫
জালিয়া পালং ইউনিয়নে ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাহে রামাদান মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত, বরকত, ক্ষমা ও পূণ্য লাভের অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয় সে ব্যাপারে সকল মুমিনের সাধনা করা উচিত। শেষ দশকের গুরুত্ব, মাহাত্ম্য আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন সাধন করে। আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে সমাজের সর্বত্র একটি পরিবর্তনের আবহ সৃষ্টি হয়। এই আবহ কে কাজে লাগিয়ে বছরের বাকি এগারো মাস যেন আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন পরিচালনা করতে পারি সে জন্য আল্লাহর সাহায্য কামনা করা প্রত্যেকের উচিত। ২৮ মার্চ জালিয়া পালং ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি মাওলানা আতিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদওয়ানুল হক জিশান, ইউনিয়ন সভাপতি মাওলানা হোসাইন আহমদ মাদানী, নায়েবে আমীর দিদার আহমদ, মাওলানা জালাল উদ্দিন মেম্বার, আবুল আলা, মাস্টার হেলাল উদ্দিন, মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।