মহেশখালীতে টেকসই বন ও জীবিকা(সুফল প্রকল্প) এর অর্থায়নে বৃক্ষ রোপন বিষয়ক দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

সরওয়ার কামাল মহেশখালীঃ ১৪ই জুলাই

মহেশখালীতে টেকসই বন ও জীবিকা(সুফল প্রকল্প) এর অর্থায়নে বৃক্ষ রোপন বিষয়ক দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।  ১৪ই জুলাই সকাল ১০টায় মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সম্পন্ন হয়। বনবিভাগ চট্টগ্রামের বাস্তবায়নে বসত বাড়িতে মাইত্রুোসাইট ভিত্তিক শাক-সবজি  ঔষধি ও ফলদ বৃক্ষ রোপন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন- উপ বন সংরক্ষক ও বিভাগীয় কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসাইন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোরাকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোঃ আয়ুবুর রহমান, মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক। এছাড়াও মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের বিট অফিসার ও ষ্টাফ সহ সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহন কারী সকল সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ ও জনপ্রতি ৭৫০ টাকা সহ মালামাল সামগ্রী বিতরণ করা হয়।
পূর্বের খবরস্বাধীনতাবিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী
পরবর্তি খবরকোটা আন্দোলন-হামলা, সংঘর্ষ, গুলিতে ৫ জন নিহত