রওশন আলী মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি,
দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের জামালপাড়ায় সুমাইয়া তাবাসসুম নামে ২০ বছরের এক গৃহবধূ হত্যাকান্ডের শিকার হয়েছে।
আসামি রমজান আলী
১৪/০৩/২০২৫ ইংরেজি তারিখ ভোর রাত ৫.৩০ সময় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন নিহত গৃহবধূর পিতা হারুনুর রশিদ। এ নিয়ে মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বর্ণিত আজাহারে জানা যায় আড়াই বছর পূর্বে আসামি রমজান আলী সাথে বিবাহ হয়। তাদের ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের সময় গৃহবধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জানা যায় বিবাহের পর থেকে বিভিন্ন যাহাতে আসামি রমজান আলী সুমাইয়া তাবাসসুমের উপর অমানুষিক নির্যাতন চালাতো। তারই জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করে হতভাগ্য গৃহবধূর পিতা হারুনুর রশিদ। ঘটনার দিন ১৩/০৩/২০২৫ দিবাগত রাতে বাদীর বাড়িতে খাওয়া-দাওয়া করে চলে যায়। বাদীর ছোট ছেলে সাইফুল ইসলাম জামাল পাড়ার হেফজখানায় পড়ার সুবাদে ওই বাড়িতে খাওয়া দাওয়া করত। সাইফুল সকাল সাতটায় খেতে গিয়ে তার বোনের মরা দেহ দেখতে পায়। বাড়িতে তখন কেউ না থাকাতে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়। হতভাগ্য গৃহবধুর আড়াই ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাদী অভিযোগ করে।