প্রেস বিজ্ঞপ্তি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে।
গতকাল ৩০/১২/২০২৪ ইংরেজি তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশখালী পৌরসভার সভাপতি কাজী মোতাহের হোসেন ও সহ-সভাপতি আতাউল্লাহ এর উপস্থিতিতে উক্ত কমিটি গঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি আতাউল্লাহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু শাহেদ । বৈঠকের গুরুত্বপূর্ণ বক্তব্য ও কমিটি ঘোষণা করেন পৌরসভার সভাপতি কাজী মোতাহের হোসেন ও সহ-সভাপতি আতাউল্লাহ অত্র কমিটিতে সভাপতি পদে মোঃ সালাউদ্দিন , সহসভাপতি পদে মোহাম্মদ হেলাল উদ্দিন ও আব্দুল হাকিম খোরশেদ , সেক্রেটারি পদে হাফেজ গিয়াস উদ্দিন , সহকারি সেক্রেটারি পদে মোঃ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জসিম উদ্দিন, বাইতুল মাল সম্পাদক পদে নূরুল কবির, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ রাকিব, ওলামা বিভাগ সম্পাদক মৌলানা নুরুচ্ছফা, অফিস সম্পাদক মোঃ মোক্তার উদ্দিন । বৈঠকে অত্র ওয়ার্ডের কর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গুরুত্বপূর্ণ মোনাজাত পরিচালনা করেন পৌরসভার সভাপতি কাজী মোতাহের হোসেন ।