মোস্তফা কামাল মহেশখালী ২৩ ডিসেম্বর
ক্ষমতার লোভে পড়ে জনতার সাথে মোনাফেকি, নানা অনিয়ম এবং দুর্নীতি করার দায়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদুলকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ধলঘাটা ইউনিয়নের সর্বস্তরের জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা দাদুলকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
২৩ ডিসেম্বর (সোমবার) বিকেলে ধলঘাটার মুহুরিঘোনা বাজারে বিভিন্ন শ্রেনী পেশার শতশত নর-নারী জড়ো হয়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। উক্ত মানববন্ধনে দাদুলের অনিয়ম দুর্নীতির কথা বলেন ঝাড়ু হাতে উত্তেজিত জনতা, এই সময় দাদুলের ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে প্রতিকী ঝাড়ু পেটা করে জনতা৷
ধলঘাটা ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বাদশা ও বলেন- দাদুলকে করুনা করে আমরা ইউপি সদস্য নির্বাচিত করেছি, অনাকাঙ্ক্ষিত কারণে চেয়ারম্যান আহসান উল্ল্যাহ বাচ্চু গ্রেফতার হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান দাদুল।
আমান উল্লাহ মেম্বার বলেন,
চেয়ারম্যানি ক্ষমতা পেয়েই বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, অগ্রিম হোল্ডিং টেক্সের নামে জনতা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে৷ আমরা তাঁর এ রূপ দেখবো কখনো কল্পনা করিনি। দ্রুত তাকে পরিষদ থেকে অপসারণ করার দাবি জানাচ্ছি।
মানবন্ধনে উপস্থিত উত্তেজিত নারীরা বলেন- আমরা আহসান উল্ল্যাহ বাচ্চুকে ফের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তাঁর পূর্ববর্তী দায়িত্ব পুনর্বহাল করতে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছি। দ্রুত তা বাস্তবায়ন করা হোক।