“দেশ বোধ”

🍀পিন্টু চৌধুরী
তারিখঃ-২৭/১০/২৪ ইং
বায়ান্ন তে ভাষ,
একাত্তরে মানচিত্রে লাল সবুজ পতাকা।
নব্বই তে স্বৈরাচার পতন।
চব্বিশে বঙ্গকণ্যা পলায়ন,
ছাত্র জনতার আগমন।
অ হে মানিক রতন থাকবে তো চেতন?
জানো তো দুই লক্ষ মা বোনের সম্মান হানী!
বীরাঙ্গনা রমা চৌধুরীর জীবন?
পটো ভূমি লুটেপুটে খাই কারা,
খুঁজে দেখো শিখর আছে সর্ব দলে ওরা!
বাংলা র কথা বলে যারা আলগা মনোভাব পোষণ করে ওরা ।
দুদক বলে ধরি ধরি মনো ভেরী ওরা।
গদী পাগল দল,দেশ যায়ই রসাতল!
দেখো তো দেশের ভালো কই?
সবাই বলে ডেম ডেম কোথাও নেই দেশ প্রেম।
সাধু বেশে বেশ্যার দরজায় কড়া নাড়ে ওরা।
ঘড়ির কাটা বারোতে রইলো,
আসবে না নতুন কেহ??
গনতন্ত্র পতন দারে সমাজতন্ত্র উঁকি মারে।
দেখতে লেলিন আসবে ফিরে!
গামের গন্ধের জয় হউক আগামী
সূর্য উদয়ে…….

পূর্বের খবরছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার: আইজিপি
পরবর্তি খবরপ্রথমবারের মতো ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর