মহেশখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

 

সরওয়ার কামাল, মহেশখালী

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ’র সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাহাদুল ইসলাম,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ,

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

সভায় সার ও বীজ বিতরণের সার্বিক অগ্রগতি, কৃষকদের সুবিধা নিশ্চিতকরণ এবং মানসম্মত বীজ ও সার সরবরাহের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

পূর্বের খবরজাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত
পরবর্তি খবরমহেশখালীতে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত