(ভিডিও) কক্সবাজারের মহেশখালী এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ!

মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ার ফেরদৌস এর কিশোর পুত্র নাজমুল হাসানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ইসমাইল এর মালিকানাধীন সাগর মাঝির লবণের কার্গোবোটে লবণ নিয়ে যাবার সময় ৪-২-২০২৫ ইংরেজি তারিখে সাগর মাঝি ফেরদৌসের কিশোর পুত্র নাজমুল হাসানকে পিটিয়ে হত্যা করেছে।

অভিযোগে ফেরদৌস জানাই কয়েকদিন আগে মাইল ও সাগর মাঝি সহ সাত আট জন মিলে স্থানীয় পুলের নিকট তার পথরোধ করে মারধর করতে উদ্যত হয় স্থানীয় রায় কি আসলে ফেরদৌস রক্ষা পায়। গত ৪/২/২৫ ইংরেজি তারিখে সাগর মাঝি রাত্রে ফেরদৌস রে ফোন করে তার ছেলেকে একটি থাপ্পড় দিয়েছে বলে জানায়, এরপর হতে নাজমুল হাসানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তার ছেলের লাশ খুঁজে পাওয়া গেছে মর্মে ফেরদৌসকে ফোন করে। নিহত নাজমুল হাসান এর মা তার ছেলেকে সাগর মাঝি পিটিয়ে হত্যা করেছে মর্মে অভিযোগ করে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

পূর্বের খবর“জলদস্যুদের হানায় নিস্ব দুই শতাধিক পরিবার”
পরবর্তি খবরআগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইং কর্মী সম্মেলন উপলক্ষে বড় মহেশখালী ইউনিয়নের স্বাগত মিছিল সম্পন্ন”