“জলদস্যুদের হানায় নিস্ব দুই শতাধিক পরিবার”

ডেস্ক নিউজঃ“জলদস্যুদের হানায় নিস্ব দুই শতাধিক পরিবার”

আব্দুর রহিম (মহেশখালী নিউজ)

দ্বীপ উপজেলা মহেশখালীর ৫০% মানুষের
উপার্জন নির্ভর করে বঙ্গোপসাগরের মাছ শিকারের মাধ্যমে।

সম্প্রতি বঙ্গোপসাগের মাছ শিকার করতে
যাওয়া কুতুবজোমের প্রায় ৬ টি বোট লুটপাট করে
সাগরের জলদস্যুরা। অনেকেই রয়েছেন নিখোঁজ।

https://www.facebook.com/profile.php?id=100070253293068&mibextid=ZbWKwL

কুতুবজোমের ডাকাতি হওয়া বোট মালিকানাধীনদের মধ্যে রয়েছে ———-
১/ বেলাল কোম্পানি ( দক্ষিণ পাড়া)
২/ সলিম কোম্পানি ( দক্ষিণ পাড়া)
৩/ কবি সাঈদ মঞ্জু বোটের নাম এফবি পুস্প ( বটতলা)
৪/ খায়রুল আমীন কোম্পানি( চান্দাকাটা)
৫/ আলতাস কোম্পানি(তাজিয়াকাটা)
৬/ রশিদ কোম্পানি( ঘটি ভাঙা)
আরো বেশ কয়েকটি বোট নিখোঁজ রয়েছে বলে
জানান জেলেরা। এদিকে আরো জানা যায় ৬টি বোট থেকে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি
হয়েছে বলে জানান। ডাকাতি হওয়া বোট মালিকরা।

ফেসবুক পেইজে লিংকঃ-

https://www.facebook.com/profile.php?id=100070253293068&mibextid=ZbWKwL

বঙ্গোপসাগের জেলেদের নিরাপত্তার জন্য
অথি দ্রুত নৌবাহিনীর টহল জোরদার না করলে
এই দ্বীপের মানুষের জীবন যাত্রা দূরবীসহ
হয়ে উঠবে বলে মনে করেন সুশীল সমাজ এবং
দ্বীপে বসবাসকারী জনসাধারণ।

পূর্বের খবর“কুতুবজোম ইউনিয়নে ৮ই ফেব্রুয়ারি কর্মী সম্মেলন উপলক্ষে জামায়াতের  স্বাগত মিছিল সম্পন্ন”
পরবর্তি খবর(ভিডিও) কক্সবাজারের মহেশখালী এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ!