কুতুবজোম বটতলী আলীয়া হেফজ খানায় দু’জন ছাত্রের সবিনা খতম সম্পন্ন।

স্টাফ রিপোর্টার (কুতুবজোম)।
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত বটতলী আলীয়া হেফজ খানায় দু’জন ছাত্র সবিনা খতম সম্পন্ন করেছে,স্থানীয় বুজুরুক পাড়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মুহাম্মদ সাকিবুল ইসলাম,এবং শব্বির আহমদের ছেলে রাকিবুল ইসলাম পবিত্র কুরআন সম্পন্ন করেছে।
তাদের শিক্ষক জনাব হাফেজ আব্দুর রহমান ও হাফেজ ফরহাদুল ইসলাম বলেন, তাঁরা যেনো কুরআনের আলোয় আলোকিত হয়ে এই সমাজ কে আলোকিত করতে পারে সেই দোয়া চেয়েছেন।

পূর্বের খবর‘বাংলা ভিশন’ টিভিতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ “
পরবর্তি খবরইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি