শরণার্থী শিবির থেকে পলায়নকালে ঈদগাঁওতে ছয় রোহিঙ্গা আটক

কক্সবাজার শরণার্থী শিবির থেকে অবৈধ ভাবে এসি গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) রাত ৮ টার দিকে ঈদগাঁও বাসস্টেশনে ঢাকাগামী একটি হানিফ পরিবহণে এ অভিযান চালায় পুলিশ।

ঈদগাঁও থানা পুলিশ সূত্র জানাশ,কক্সবাজার শহর থেকে যাত্রীবাহি হানিফ পরিবহণ( এসি বাস নং- ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ধৃত রোহিঙ্গারা ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ ঢাকাগামী বাসটিতে তল্লাশী চালায়। এসময় ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়।যার মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।
তারা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে বেরিয়ে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ( পরিদর্শক ) আবদুল হালিমের সাথে যোগাযোগ করা হলে জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরণার্থী শিবির থেকে পালিয়ে যাওয়া এসব নারী পুরুষকে ঢাকাগামী একটি এসি বাস থেকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে কিছু দেশিয় খাওয়ার ঔষধ পাওয়া যায়।তবে তারা কিভাবে এবং কি উদ্দেশ্য শরণার্থী শিবির থেকে বেরিয়ে এসি গাড়ি যোগে ঢাকায় যাচ্ছে তা উদঘাটনের করার চেষ্টা চলছে।

বিশেষ সূত্রের দাবি, এসব রোহিঙ্গা নারী – পুরুষকে বিদেশ পাচার করতে এসি হানিফ পরিবহণ যোগে ঢাকায় নিচ্ছিল পাচারকারী চক্র।

Source -cbn

পূর্বের খবরভারত থেকে অবৈধপথে বাংলাদেশে চলে আসছে রোহিঙ্গারা
পরবর্তি খবরঢাকায় রাত ৮টার পর সব দোকানপাট বন্ধ থাকবে