মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলায় বসত বাড়ীতে আগুন।। ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

May be an image of outdoorsMay be an image of 5 people and people standingমহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা দাসিমাঝিপাড়া গ্রামে একটি বসত বাড়ী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে বসত বাড়ি একটি হলেও আলাদা আলাদা ৫ টি পরিবার ছিল বলে জানা গেছে। এতে প্রাথমিক ভাবে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ ২১ মার্চ দুপুর ১ টায়। নুরুল হক প্রকাশ নুইন্যার বসত ঘরের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের আরো ২০টি বসত বাড়ী রক্ষা পেয়েছে বলে এমনটি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতিবেশী ও মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।
May be an image of outdoors
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মাটির দেওয়াল ও টিনশেডের বাড়ীটিতে প্রয়োজনীয় আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির কাগজপত্র, বীমার দলিল, স্মার্ট কার্ড ও পোশাক আশাক সহ বিভিন্ন কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ব্যবসায়ী হওয়ায় তাদের ঘরে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকা জমা ছিল। ক্ষতিগ্রস্ত বসত বাড়ির ৫ টি পরিবারের কর্তাগন হলেন মৃত নুরুল হকের পুত্র মোঃ হাসান, জমির আহমদ, রওশন আলী, মনছুর আলম, মোঃ হোছন। তারা সবাই মৃত নুরুল হক প্রকাশ নুইন্যার সন্তান বলে জানা গেছে। এসময় তাদের বোন ছেনোয়ারা বেগমের বাড়িটিও পুড়ে গেছে।
পূর্বের খবর‘মানবিক বাজারে’ সামর্থ্যবানদের রাখা সবজি বিনা মূল্যে পাচ্ছেন দরিদ্ররা
পরবর্তি খবরবিশ্ববিদ্যালয় ঃ নতুন শিক্ষার্থীদের ভয় র‌্যাগিং-মাদক