প্রেস বিজ্ঞপ্তি, ০৫ জানুয়ারি ২০২৫
“যুব সমাজের চারিত্রিক উৎকর্ষ সাধন ও দক্ষতা উন্নয়নে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে ” -জেলা আমীর আনোয়ারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে যুব সমাজ ও যুব শক্তিকে গুরুত্ব দিয়ে থাকে। দেশ পরিচালনায় যুবকদের অংশগ্রহণ ও অবদান কে অনস্বীকার্য মনে করে। কোন দেশের যুব সমাজ যদি এক্টিভ এবং আত্মপরিচয়ের আলোকে নিজেদের মেলে ধরতে পারে, তাহলে সেই দেশ এবং জাতি কখনো পিছিয়ে পড়ে না। যার প্রমাণ জুলাই -আগস্ট মাসের বৈষম্য বিরোধী আন্দোলন। আমাদের যুব সমাজের চারিত্রিক ও ঐক্যের শক্তি কে সমুলে বিনাশের লক্ষ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। তাই জামায়াতে ইসলামী যুবকদের আকাংখা ধারণ ও যুব শক্তিকে সঠিক পথে এগিয়ে নিতে তাদের চারিত্রিক উৎকর্ষ সাধন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা যুবকদের কে ইসলামী জীবনাদর্শের আলোকে জীবনকাল পরিচালিত করার জন্য আহ্বান জানাচ্ছি। টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন শাখা আয়োজিত যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব ও ক্রীড়া সেক্রেটারি হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন নিজামী।