প্রেস বিজ্ঞপ্তি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের ৪,নিউ ইস্কাটন রোড ঢাকা-র কার্যালয় কর্তৃক হযরত খালিদ বিন ওয়ালিদ (রঃ) মাদ্রাসা কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ওয়াকক প্রশাসনের সহকারি প্রশাসক গোলাম সারোয়ার স্বাক্ষরিত ২২/১২/২০২৪ ইংরেজি তারিখের এক প্রজ্ঞাপনে তিন বছরের জন্য অত্র ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
অত্র কমিটিতে সভাপতি পদে বাদশা মিয়া, সাধারণ সম্পাদক ও মোতায়াল্লি পদে মাওলানা মুফতি হোসেন আহমদ,
মাওলানা সিরাজুল ইসলাম, সাহাব উদ্দিন, শাহেদ খান সহ তিনজনকে সহ-সভাপতি,
মাওলানা শফিউল আলম সহ সম্পাদক, মাওলানা ফজলুল হক কোষাধক্ষ,
সাহেদ গনি, রওশন আলী, মোহাম্মদ হোসেন, মোদাচ্ছের মোহাম্মদ আইনান ও ওয়াকফ পরিদর্শক কক্সবাজার কে সদস্য পদে দেখা যায়।
অত্র প্রজ্ঞাপনে এক মাসের মধ্যে অত্র স্টেটের সকল সম্পত্তির ও যাবতীয় হিসাব নিকাশ দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।