সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিএমএম কোর্টে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার (১৪ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় একজন হকার এবং একজন পথচারী নিহত হন। এই মামলায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে তাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন জানানো হবে।