“সফলতার স্বর্ণ শিখরে কুতুবজোম ইসলামিয়া কে.জি এন্ড প্রি-ক্যাডেট মাদ্রাসা”
স্টাফ রিপোর্টার মহেশখালী নিউজ
আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি
পরিক্ষায় সফলতার সাথে মেধা তালিকায় উত্তীর্ণ
হয় কুতুবজোমের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিস্টান
কুতুবজোম ইসলামিয়া কে.জি এন্ড প্রি-ক্যাডেট
মাদ্রাসার ছয়জন শিক্ষার্থী।
১২/০২/২৫ ইং উক্ত ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের নাম হলো——–
১/সাঈদুর রহমান তীব্র ৫ম
২/সানজিদা সাইমা রিয়া ৬স্ট
৩/মিফতাহুল জান্নাত রিয়া ৬স্ট
৪/সুফিয়া আক্তার সুর্য ৭ম
৫/ আফনান জান্নাত তাফহিমা ৭ম
৬/ সাথিয়া কাশেম রিয়া ৮ম
উল্লেখ্য,২০০৭ সালে উক্ত মাদ্রাসা প্রতিস্টিত হয়।
মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম উক্ত মাদ্রাসার
প্রতিস্টাতা। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং চেস্টায় পড়ার মান উন্নয়নের মাধ্যমে এলাকায়
সুনাম অর্জন করে যাচ্ছে উক্ত প্রতিস্টানটি।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আতাউল্লাহ উসমানী বলেন- বর্তমানে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। আমার কোমলমতি শিক্ষার্থীদের সফলতায় আমি এবং আমার সহ কর্মীরা অত্যন্ত আনন্দিত। আধুনিক যোগপযোগী ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে উপজেলা শিক্ষা অধিদপ্তর এবং এলাকারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।