শ্রমিক কল্যাণ ফেডারেশন পর্যটন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!

প্রেস  বিজ্ঞপ্তি, ৩১ ডিসেম্বর ২০২৪

“পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে” –

জেলা আমীর আনোয়ারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, কক্সবাজার বিশ্বব্যাপী পর্যটন শিল্পের জন্য বহুল পরিচিত একটি নাম। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবে তাদের কে শুধুমাত্র ব্যবসার দৃষ্টিতে না দেখে আমাদের ঘরের মেহমান হিসেবে বিবেচনা করে তাদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে হবে। অতি মুনাফার চিন্তা না করে সেবাকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন, পর্যটন ব্যবসায়ীসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার কে আরো পর্যটন বান্ধব, নিরাপদ ও সকলের পছন্দনীয় শহরে পরিণত করতে হবে। এক্ষেত্রে পর্যটন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পর্যটন শাখা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন। সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর সাঈদ।
সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মুহাম্মদ শাহজাহান কে সভাপতি এবং মোহাম্মদ আলমগীর সাঈদ কে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখার কমিটি গঠন করা হয়।
পূর্বের খবরসেভ দ্য রোড-এর প্রতিবেদন
পরবর্তি খবরগর্জনিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।