“রমজানে ও চলছে প্রকাশ্যে জুয়ার আসর নেই কোন প্রশাসনের তৎপরতা “

“রমজানে ও চলছে প্রকাশ্যে জুয়ার আসর নেই কোন প্রশাসনের তৎপরতা ”

স্টাফ রিপোর্টার মহেশখালী নিউজ

মাহে রমজান উপলক্ষে সারা দুনিয়ায় সিয়াম
এবং ইবাদত পালনে ব্যস্ত মুসলিম সমাজ। কিন্তু অপরদিকে ঠিক তার বেতিক্রম চলছে কুতুবজোমের একটি পরিত্যক্ত বসত বাড়িতে। যেখানে চলছে নিত্যদিনের জুয়ার আসর ও মাদকের আড্ডা।

উক্ত বাড়িটি কুতুবজোম কালামিয়া বাজার মৌলানা নুরুল হকের বলে জানা যায়।
উল্লেখ্য, জুয়ার আসর থেকে সমাজকে মুক্তি এবং পাশাপাশি পরিবেশ ভালো রাখতে কিছুদিন আগে ঐ জায়গায় একটি দ্বীনি মারকাজ চালু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু কিছু নোংরা প্রকৃতির লোক নিদিষ্ট আকিদার বাহিরে যাওয়ায় ষড়যন্ত্রকরে নয়া গঠিত প্রতিস্টান থেকে লুটপাট এবং ভাঙচুর করে প্রতিস্টানের কাজ সামনে আঘাতে দেয়নি। এ নিয়ে ভিকটিম মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।

স্হানীয় সূত্রে জানা যায়, রাত বিরাতে মাদকের আড্ডার পাশাপাশি তারা ডাকাতিতে ও লিপ্ত হন।
এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ফল স্বরুপ ইস্কুল, কলেজ, এবং মাদ্রাসা পড়ুয়া
কোমলমতি শিক্ষার্থীদের কাছে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান।

পূর্বের খবরকর্ণফুলীতে অপহরণ না সাজানো নাটক? ভিকটিমের বক্তব্যে ধোঁয়াশা
পরবর্তি খবরবাংলাদেশ জামায়াতে ইসলামী বড় মহেশখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।