মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মহেশখালীর মাতারবাড়ি এক ইউনিয়নেই পাঁচজন উত্তীর্ণ
মেডিকেল কলেজে এমবিবিএস ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নেই উত্তীর্ণ হয়েছেন পাঁচ মেধাবী সন্তান। এর মধ্যে তিন জন ছেলে আর দুইজন মেয়ে। অপরদিকে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামের সাংবাদিক আব্দুস সালাম কাকলির একমাত্র পুত্র আতাহার নুর তামিম জামালপুর মেডিকেলে চান্স পেয়েছে। এ ছাড়া পুরো মহেশখালীতে অন্তত ১১ জন শিক্ষার্থী মেডিকেলে পড়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানা গেছে।
মাতারবাড়ি ইউনিয়নে উত্তীর্ণরা হলেন, সিকদারপাড়া গ্রামের অধ্যাপক আলতাফ হোছাইনের মেয়ে সেলিয়ার হোছাইন সেলভিয়া। সে জামালপুর মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে। মিয়াজীপাড়ার বাসিন্দা অধ্যাপক ইমতিয়াজ হোছাইন এর মেয়ে সাফিয়া সাবিহা তুলতুল। সে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে। অন্যদিকে ছেলেদের মধ্যে মিয়াজীপাড়ার নুর মোহাম্মদের ছেলে আলভী মোহাম্মদ ফয়সাল, রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তিতামাঝির পড়ার বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুলের মেঝ ছেলে ইজাজুল হক রুহেত উর্ত্তীণ হয়েছে। সে ফরিদপুর মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পেয়েছে। মগডেইল এলাকার বাসিন্দা আবুল হোছাইনের পুত্র আবিদ হোছাইন কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।