“মাদক সিন্ডিকেটের কাছে অসহায় প্রশাসন।”

আব্দুর রহিম মহেশখালী (কুতুবজুম) প্রতিনিধি,

দ্বীপ উপজেলা মহেশখালীতে তুলনামূলক ভাবে বেড়েছে চলেছে মাদকের ভয়াবহতা।

নেই কোন প্রশাসনের ভূমিকা। এমনটা অভিযোগ করেন মহেশখালীর যুব ও ছাত্র সংগঠন গুলো। মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ০৯/০১/ ২৫ ইংরেজি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করেন কুতুবজোম ইউনিয়নের


যুব এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
কিন্তুু উপজেলা / থানা প্রশাসন থেকে মাদক অভিযানের কোন সাড়া শব্দ পাচ্ছেনা এমনটাদাবি করেন অত্র ইউনিয়নের যুব ও ছাত্র সংগঠন থেকে। রাতের বেলায় মাদক, জুয়ার আড্ডা , ও সামাজিক অপসাংস্কৃতির কারণে অতিষ্ট এলাকাবাসি। এমতাবস্থায় প্রশাসনের জোরালো অভিযানের আবেদন জানান অত্র ইউনিয়নের জনসাধারণ।

পূর্বের খবরমহেশখালীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানায় – বন্দরের খননযন্ত্রসহ ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পরবর্তি খবরবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছোট মহেশখালী ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন।