“আল্লাহর সন্তুষ্টি অর্জনে অনুসন্ধানী সাংবাদিকতা”এই স্লোগানকে ধারণ করে “মহেশখালী সাংবাদিক ফোরাম” এর আত্মপ্রকাশ!

মো: সৈয়দ, মহেশখালী (ছোট মহেশখালী ইউনিয়ন) প্রতিনিধি-
দ্বীপ উপজেলা মহেশখালীতে,অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় “আল্লাহর সন্তুষ্টি অর্জনে অনুসন্ধানী সাংবাদিকতা”এই স্লোগানকে ধারণ করে ২১/০১/২০২৫ ইংরেজি তারিখে মহেশখালী উপজেলা হাসপাতালের দক্ষিণ পাশে মহেশখালী নিউজ কার্যালয়ে মহেশখালী সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ হয়।
মহেশখালী সাংবাদিক ফোরাম এর অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, -বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার সভাপতি কাজী মোতাহের হোসেন ও সহ সভাপতি আতাউল্লাহ, এতে আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুবজোম ইউনিয়নের সভাপতি আবুল হোসাইন,শাপলাপুর ইমারত ইউনিয়নের সেক্রেটারী নুরুল কবির শান্ত, হোয়ানক ইমারত ইউনিয়নের সেক্রেটারী ছৈয়দ কবির, বড় মহেশখালী ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারি এনামুল করিম , ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: সোহেল, সহ সভাপতি আনছার উল্লাহ হেলালী।
বক্তাগণ –সমাজের সকল জুলুম নিপীড়ন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন, বক্তৃতারা বলেন, – সৎ ও ন্যায় পরায়ণ সাংবাদিকতা জাতিকে মুক্তির পথ দেখাবে।

সমাপনী বক্তব্যে মহেশখালী সাংবাদিক ফোরামের আহবায়ক ও মহেশখালী নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব রওশন আলী বলেন -সমাজের সকল বৈষম্য রোধ ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে মহেশখালী সাংবাদিক ফোরাম দৃঢ়ভাবে প্রতিরোধ করতে বদ্ধপরিকর ও এগিয়ে যাবে।