হ্যাপী করিম, মহেশখালী।
কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা হাজী মোশারফ আলী গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী অর্থ্যাৎ মহেশখালী প্রেস ক্লাবের সদস্য, মহেশখালী কলেজের প্রভাষক সাংবাদিক শাহনেওয়াজ কামালের এর মা জননী ছাবেকুন্নাহার (৬৫) আর নেই।
মঙ্গলবার ১৭ই ডিসেম্বর-০২৪ ভোর ৪টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি শ্বাসকষ্টে রোগে অসুস্থ ছিলেন। তিনি মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর ছোট বোন, মৃত্যুকালে ৫ ছেলে ১ কন্যা সন্তান’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে।