মহেশখালীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোস্তফা কামাল মহেশখালী(কক্সবাজার)১৬ ডিসেম্বর
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট দীপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক চৌধুরী, ডাঃ আজমল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাবের হোসেন, মহেশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনোয়ার পাশা, ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তালিমুল ইসলাম তামিম প্রমুখ। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।