মহেশখালীতে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

মোস্তফা  কামাল মহেশখালীঃ ৬ ডিসেম্বর
মহেশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।   ৬ই ডিসেম্বর দিবাগত রাতে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নির্দেশনায় এসআই মহসীন চৌধুরী(পিপিএম) এসআই আল আমিন, এসআই ফরাজুল ইসলাম, এএসআই এজাহার মিয়া, এএসআই সৈয়দ মোঃ নাসির উদ্দিন, এএসআই  রিয়াজ উদ্দিন সহ পুলিশের টিম অভিযান চালিয়ে ৫ জন আসামী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন-কুতুবজোম ঘটিভাঙ্গার আব্দু শুক্করের পুত্র জাকির হোসেন, কালারমারছড়ার দক্ষিণ ঝাপুয়ার রাহমত আলীর পুত্র পুতুইয়া, কুতুবজোম ঘটিভাঙ্গার জালাল আহমেদের পুত্র মোস্তাক আহমেদ , মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকার মোজাহের মিয়ার পুত্র আবদু সবুর,মাতারবাড়ী ফুলজান মুরা এলাকার মোঃ ঈসমাইলের পুত্র আবু তৈয়ব, মাতারবাড়ী তিতামাঝির পাড়া এলাকার আব্দু সালামের পুত্র মোঃ ফারুক। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।
পূর্বের খবরজাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার কার্যালয় উদ্বোধন
পরবর্তি খবরপুলিশি অভিযান : মহেশখালীতে-২ বছরের  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!