14.9 C
Chittagong
| শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ | ৮:১১ পূর্বাহ্ণ |

ব্যাংক থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার লুট করেছে হাসিনা সরকার :ড. ইউনূস

ব্যাংক থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার লুট করেছে হাসিনা সরকার :ড. ইউনূস

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারো বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে। প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

দাভোসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে আলেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। খবর বাসস

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারো বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।’

অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।’ প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

পূর্বের খবরর‌্যাব-পুলিশের ইউনিফর্ম পরিবর্তন, কী বলছেন বিশেষজ্ঞরা
পরবর্তি খবরঐতিহ্যবাহী মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উদযাপন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন