বড় মহেশখালী দেবাঙ্গা পাড়া হযরত হামযা বিন আব্দুল মোত্তালিব (রা.) মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাবিনা অনুষ্ঠান অনুষ্ঠিত সফল হয়েছে।
“ফাহিমুল ইসলাম ( বড় মহেশখালী প্রতিনিধি)
ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী দেবাঙ্গা পাড়া হযরত হামযা বিন আব্দুল মোত্তালিব (রা:) মাদ্রাসার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জমাতে শশুম (৮ম) ও জমাতে হাপ্তুম (৭ম) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং হিফ্জ সমাপ্তকারী ছাত্রদের সবিনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশখালীর আরেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান,আল জামিয়া আরাবিয়া গোরাঘাটা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শামসুল আলম জাদীদ ও মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুল্লাহ রাশেদ, মারকাজূল ঊলূম দারুচ্ছুন্নাহ মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জুনাইদ সাহেব এবং অস্ত্র মাদ্রাসার পরিচালক মাওলানা নুর আহমদ সাহেব ও শিক্ষক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল জামিয়া আরাবিয়া গোরাঘাটা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শামসুল আলম জাদীদ সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া গোরাঘাটা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুল্লাহ রাশেদ সাহেব এবং অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা নুর আহমদ সাহেব, হাফেজ মুহি উদ্দিন, শিক্ষা পরিচালক। হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সিদ্দিকী, সহকারী শিক্ষা পরিচালক। এবং অন্যান্য শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য যে অত্র মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থীকে নাজেরা বিভাগ থেকে হিফ্জ প্রদান করা হয় এবং জমাতে শশুম (৮ম) জমাতে হাপ্তুম (৭ম) থেকে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ১জন হিফজ সমাপ্তকারী সাবিনা শেষে তাদেরকে সংবর্ধিত করা হয়।
অবশেষে অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা নুর আহমদ সাহেব এর মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।