পানি সন্ত্রাস বন্ধ করুন -হামিদুর রহমান আজাদ।

দীর্ঘ ১৭ বছর পর গোরকঘাটা বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভায় ভারতকে উদ্দেশ্য করে এ কথা বলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ কার্যত একটি ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল। ৫ আগস্ট তারিখের বিপ্লবের ফলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। তিনি আরো বলেন দ্বিতীয় এ স্বাধীনতার সুফল প্রতি ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারাবদ্ধ। দেশ গড়ার এই মহাযজ্ঞে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পূর্বের খবরএকগুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরল শহীদ আহনাফ
পরবর্তি খবরগোরকঘাটা বাজারে হাহাকার! বিকেলের মাছের হাট ফিরুক আবার!