দীর্ঘ ১৭ বছর পর গোরকঘাটা বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভায় ভারতকে উদ্দেশ্য করে এ কথা বলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ কার্যত একটি ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল। ৫ আগস্ট তারিখের বিপ্লবের ফলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। তিনি আরো বলেন দ্বিতীয় এ স্বাধীনতার সুফল প্রতি ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারাবদ্ধ। দেশ গড়ার এই মহাযজ্ঞে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।