পবিত্র শবে বরাত উপলক্ষে মাংসের দাম জনগণের নাগালের বাহিরে”

পবিত্র শবে বরাত উপলক্ষে মাংসের দাম জনগণের নাগালের বাহিরে”

ফাহিমুল ইসলাম (বড় মহেশখালীপ্রতিনিধি) শবে বরাত বা মধ্য-শা’বান (আরবি: نصف شعبان, প্রতিবর্ণীকৃত: নিসফে শাবান) বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে, এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রতিটি মুসলিমের বাড়িতে ফাতেহার এক ব্যবস্থা করে থাকে, এই ফাতেহাই অধিকাংশ মানুষ গরুর মাংস দিয়ে করে থাকেন। কিন্তু মাংস বিক্রেতারা অধিকতরদামে মাংস বিক্রি করে থাকে। যা অনেক পরিবার মাঝে সাধ্যমত জুটেনা। এই দিনে মাংসের একটা ঐতিহ্য রয়েছে সেই হিসেবে তার একটু কদর আলাদা থাকে। তাই ভোক্তা অধিদপ্তর অথবা প্রশাসন মাংসের নির্দিষ্ট দাম নির্ধারণ করে থাকে, বিশেষ করে হাড্ডি মাংস (৬৫০ টাকা), হাড্ডি ছাড়া মাংস (৭০০ টাকা)।

কিন্তু মাংসের বাজারে গিয়ে দাম নির্ধারণের বিপরীত দেখা যায় বলে জানাই স্থানীয়রা । হাড্ডি মাংস ৮০০ টাকা আর হাড্ডি ছাড়া মাংস ১০০০ টাকা করে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাহিরে, সাধারণ মানুষ প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলে, যদি দ্রুত ব্যবস্থা নেয় এবং বাজার মনিটরিং করে তাহলে জনগণ এই থেকে পরিক্রান পাবে বলে আশাবাদী

পূর্বের খবরইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি
পরবর্তি খবরসফলতার স্বর্ণ শিখরে কুতুবজোম ইসলামিয়া কে.জি এন্ড প্রি-ক্যাডেট মাদ্রাসা”