“পবিত্র মেরাজের ফাতেহা উপলক্ষে মাংসের দাম জনগণের নাগালের বাহিরে”
হাসান তারেক মহেশখালী (কুতুবজুম) প্রতিনিধি।
লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসাবে আখ্যায়িত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র মেরাজের উপলক্ষে সাধারণ মুসলিমরা এই দিনে ফাতেহার এক ব্যবস্থা করে থাকে, যেটা নিয়ে ইসলামে অনেক মতানৈক্য রয়েছে। এ দিনে রাসুল (সা.) সশরীরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল। এই দিন উপলক্ষে মুসলমানরা ফাতেহার আয়োজন করে। এই ফাতেহাই অধিকাংশ মানুষ গরুর মাংস দিয়ে করে থাকেন। কিন্তু মাংস বিক্রেতারা অধিকতরদামে মাংস বিক্রি করে থাকে। যা অনেক পরিবার মাঝে সাধ্যমত পাইনা। এই দিনে মাংসের একটা ঐতিহ্য রয়েছে সেই হিসেবে তার একটু কদর আলাদা থাকে। তাই ভোক্তা অধিদপ্তর অথবা প্রশাসন মাংসের নির্দিষ্ট দাম নির্ধারণ করে থাকে, বিশেষ করে হাড্ডি মাংস (৬৫০ টাকা), হাড্ডি ছাড়া মাংস (৭০০ টাকা)। কিন্তু মাংসের বাজারে গিয়ে দাম নির্ধারণের বিপরীত দেখা যায় বলে জানাই স্থানীয়রা । হাড্ডি মাংস ৮০০ টাকা আর হাড্ডি ছাড়া মাংস ১০০০ টাকা করে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাহিরে, সাধারণ মানুষ প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলে, যদি দ্রুত ব্যবস্থা নেয় এবং বাজার মনিটরিং করে তাহলে জনগণ এই থেকে পরিক্রান পাবে বলে আশাবাদী