হাসান তারেক (মহেশখালী) কুতুবজোম প্রতিনিধি।
“এসো দেশ বদলায়,পৃথিবী বদলায় ” স্লোগান কে সামনে রেখে দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসায় শুরু হয় তারুণ্যের উৎসব অনুষ্ঠান ২০২৫ ইংরেজি। গত ১৫ই জানুয়ারী থেকে শুরু হয়ে নানা কর্মসূচির মাধ্যমে ৬ই ফেব্রুয়ারী প্রতিযোগিদের পুরষ্কার দেওয়ার মাধ্যমে শেষ হলো এই উৎসব।
*উৎসব কর্মসূচির মধ্যে ছিলো *
মাদ্রাসা আঙ্গিনা ও শ্রেণিকক্ষ পরিষ্কার -পরিচ্ছন্নতা। বাংলাদেশকে জানো,বিশ্বকে জানো শীর্ষক সেমিনার। বাগান তৈরি ও সংস্কার, বৃক্ষ রোপন কর্মসূচি,বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় ” বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ বনাম অভিশাপ “বিষয়ে দু’দল অংশ গ্রহণ করেন, অংশ গ্রহণ কারি প্রথম দল শহীদ আবু সাঈদ গ্রুপ অপরপক্ষ শহীদ মীর মুগ্ধ গ্রুপ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হলো শহীদ মীর মুগ্ধ গ্রুপ, বিজিত হলো শহীদ আবু সাঈদ গ্রুপ। অতঃপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,রচনা প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ করে অংশ নেন ছাত্র ছাত্রী গণ।রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি ‘ক’ গ্রুপ থেকে ১ম স্থান লাভ করেন রোকসার রহমান ৮ম শ্রেণি, ২য় স্থান লাভ করেন আইমন আজমিন তুহিন ৮ম শ্রেণি, ৩য় স্থান লাভ করেন জান্নাতুল মাওয়া ইরা ৮ম শ্রেণি।
‘খ’ গ্রুপ থেকে ১ম স্থান লাভ করেন তাসমিন নুজহাত তাবাচ্ছুম ৯ম শ্রেণি,২য় স্থান লাভ করেন তানজিলা সোলতানা দশম শ্রেণি,৩য় স্থান লাভ করেন ফাহিনুর জান্নাত মিতুয়া দশম শ্রেণি।উক্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হলেন তাবাচ্ছুম ৯ম শ্রেণি।এরপর অত্র প্রতিষ্ঠানের সুপার মওলানা আলী রেজার সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী হয়।পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সুপার বলেন আগামীর বৈষম্য হীন বাংলাদেশ গড়তে হলে এই তরুণদের এগিয়ে আসতে হবে, তাই তরুণ এবং ছাত্র /ছাত্রীরা এগিয়ে আসলে আমরা সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি।এরপর সংক্ষিপ্ত মোনাজাত করার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।