মোঃ আতিক উল্লাহ মহেশখালী (ধলঘাটা) প্রতিনিধি।
দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলার ধলঘাটাতে “আল্লাহর সন্তুষ্টি অর্জনে মাবনতার কল্যাণে এগিয়ে আসা আমাদের লক্ষ্য “এই স্লোগানকে ধারণ করে ফাইভ স্টার সেবার আলো ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে,
২৩/০১/২০২৫ ইংরেজি তারিখে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বনজামিরা (৩নং ওয়ার্ড) সিসিডিবি ভবনের নিচ তলায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০টি হতদরিদ্র পরিবারকে এই শীতবস্ত্র বিতরণ শুরু হয়। উক্ত শীতবস্ত্র বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন- মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সামজিদুল ইসলাম লাদেন, মোঃ আবু ছিদ্দিক, মোঃ বকুল, হাফেজ মোঃ লোকমান হাকিম প্রমুখ।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব মোঃ তৌহিদুল ইসলাম বলেন- অর্জিত আয় দিয়ে সম্পদের পাহাড় গড়ার চেয়ে আর্থ-মানবতায় নিজেকে নিয়োজিত রাখতে পারা আমার পরম সাফল্যের, সেই সাথে ধলঘাটাসহ গোটা মহেশখালী উপজেলার হতদরিদ্র, চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ১৯৯৮ সাল থেকে ধলঘাটা ইউনিয়নের হতদরিদ্র মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তার-ই ধারাবাহিকতায় পাঁচ পুত্রের নামে “ফাইভ স্টার সেবার আলো ফাউন্ডেশন” নামকরণ করে এ পর্যন্ত নিজ ইউনিয়ন ধলঘাটার পাশাপাশি মাতারবাড়ি,শাপলাপুর,কালারমারছড়া,হোয়ানক ইউনিয়নসমূহের হতদরিদ্র পরিবারকে আর্থক সহায়তা ও চিকিৎসা বঞ্চিত রোগীদের চিকিৎসার ব্যবস্থাসহ নগদ অর্থ প্রদান করে থাকেন।
পরবর্তীতে, পন্ডিতের ডেইল (৮নং ওয়ার্ড) এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ কাজ সম্পন্ন হয়।