টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আমীর আনোয়ারী 

প্রেস বিজ্ঞপ্তি, ০৪ এপ্রিল ২০২৫
“নতুন ফ্যাসিবাদ ঠেকাতে শাসন কাঠামোর আমুল সংস্কার করতে হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশে আর যেন নতুন ফ্যাসিবাদ তৈরি না হয় সে ব্যবস্থা করতে হবে। প্রায় দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কেউ যেন ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে শাসন কাঠামোর আমুল সংস্কার সময়ের দাবি। বাংলাদেশ যেন আর পথ না হারায় সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মকে আমরা বাসযোগ্য, নিরাপদ ও উন্নত রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ । স্বাধীন- সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশী মানুষের ভাব মর্যাদা রক্ষায় জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য, বিভেদ ও দুর্নীতি, সন্ত্রাস দূর করতে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি সকলকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ৪ এপ্রিল বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, কর্মপরিষদ সদস্য শাহ মোহাম্মদ জুবায়ের, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইসমাইল, ইউপি সদস্য মোহাম্মদ ইসলাম।
পূর্বের খবরবড় মহেশখালী দেবাঙ্গা পাড়ার সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তি খবরগাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ।