টেকনাফ পৌরসভা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি, ১৪ মার্চ ২০২৫
“নৈতিক পুনর্গঠন ও খোদাভীতি অর্জনে মাহে রামাদানের শিক্ষাকে কাজে লাগাতে হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নৈতিক পুনর্গঠন ও খোদাভীতি অর্জনে মাহে রামাদান মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। আমরা যদি সেই প্রভাব বাকি এগারো মাসে বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারি তাহলে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম ও শোষণ বিদায় নিবে। সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্নীতি ও বৈষম্য দূর হয়ে যাবে। তাই আমাদের কে মাহে রমাদানের শিক্ষা কে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে। ১৪ মার্চ জুমাবার টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভা সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ।
পৌরসভা সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র জননেতা মুহাম্মদ ইসমাইল, স্থানীয় জামায়াত নেতা মাওলানা নাছির উদ্দিন, খোরশেদ আলম দিদার, মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
পূর্বের খবরমহেশখালীতে  (কক্সবাজার) স্বামী কর্তৃক  পাশবিক নির্যাতন করে গৃহবধূ হত্যা!
পরবর্তি খবরসাবরাং ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী