প্রেস বিজ্ঞপ্তি, ১৭ জানুয়ারি ২০২৫
“ইসলামী শ্রমনীতিই নির্যাতিত – বঞ্চিত শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারবে” -আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের প্রাসঙ্গিক সকল বিষয়ের পাশাপাশি শ্রম অধিকার নিয়ে কথা বলে। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে নির্যাতিত- বঞ্চিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মানব রচিত সকল থিওরি এখনো শ্রমজীবী মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। কস্মিনকালেও পারবে না। একমাত্র ইসলামী শ্রমনীতিই শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারবে। তাই তিনি শ্রমজীবী মানুষ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। ১৭ জানুয়ারি বিকেলে ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ঝিলংজা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রমিক নেতা রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন, ঝিলংজা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, শ্রমিক নেতা এম ইউ বাহাদুর, মাস্টার আবদুর রহমান, শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।