প্রেস বিজ্ঞপ্তি, ১৪ জানুয়ারি ২০২৫
“দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করুন ” জেলা আমীর আনোয়ারী

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ কোন নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়। বাংলাদেশ সতেরো কোটি মানুষের। সকলের চাওয়া- পাওয়া কে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি সাজানো উচিত। শুধুমাত্র একটি গোষ্ঠী বা দলের সুবিধা নিশ্চিত করার জন্য নিজস্ব বৃত্তের মাঝে রাজনীতি করা দেশের মানুষ পছন্দ করছে না। জামায়াতে ইসলামী দলীয় সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের সকল শ্রেণি-পেশা, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ কে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কে অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। তরুণ প্রজন্মের চাওয়াকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় সুবিধা বিবেচনা করে সংস্কার না করে নির্বাচন করা হলে কাংখিত পরিবর্তন আসবে না। আমরা দেশের কাংখিত পরিবর্তন চাই। দলীয় বিভাজন- বিভক্তির উর্ধ্বে উঠে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শাখা আয়োজিত সহযোগী সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সভাপতি ছৈয়দ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইবরাহিম, স্থানীয় জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইয়াকুব, ছৈয়দ আলম নয়ন। সঞ্চালনা করেন এইচএম আজিজুল হাসান। সম্মেলন শেষে জেলা আমীর শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।