শাহেদুল ইসলাম (ছোট মহেশখালী প্রতিনিধি)
১৬/০৩/২০২৫
ছোট মহেশখালী ৫ নম্বর ওয়ার্ডে শনিবার রাত ৮ টার সময় মোঃ আজিজুল হকের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার সকাল ৮ টায় ঘটনাস্থল পরিদর্শনের যান বাংলাদেশ জামায়েত ইসলামী ছোট মহেশখালী ইউনিয়ন শাখার প্রতিনিধি দল । প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়েত সভাপতি মোঃ সোহেল, সহ-সভাপতি মাষ্টার আনছারুল্লাহ হেলালী, বাইতুল মাল সম্পাদক ওবায়দুল করিম, প্রচার সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী শরীয়তুল্লাহ ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। ভুক্তভোগীর পরিবার জানায় অগ্নিকাণ্ডের ঘটনার কারণে তাদের অপূরনীয় ক্ষতির কথা। পরিদর্শন শেষে বক্তারা বলেন এটা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা এবং ধৈর্য্য ধারনের আহ্বান জানান। পরিবারের বড় ছেলে আজিজুল হকের হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছোট মহেশখালী ইউনিয়ন শাখার পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং ভবিষ্যতে বাড়ি নির্মাণের সময় পাশে থাকার আশ্বাস দেয়া হয়। বিপদের দিনে পাশে থাকার জন্য ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে বাংলাদেশ জামায়েত ইসলামী কে কৃতজ্ঞতা জানান।