গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

“জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের পতাকাতলে সমবেত হোন” -জেলা আমীর আনোয়ারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অপার সম্ভাবনাময় প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটিতে সম্ভাবনার বীজ নিহীত। একশ্রেণির সুবিধাভোগী, অসৎ ও দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব ও আমলার কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। আ’লীগের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুঃশাসনে দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশের মানুষ ছিল নিপীড়িত। জুলাই – আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবারও নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। আমরা তারুণ্য নির্ভর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ কে সঠিক পথে পরিচালিত করতে তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব অর্পণ করতে প্রস্তুত। বাংলাদেশকে আর কখনো পথ হারাতে দিতে পারিনা। তিনি জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান। রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত ০১ জানুয়ারি অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন পুত্র মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কুরআন কে ভালোবাসে, ইসলাম কে ভালোবাসে। কুরআন এবং ইসলামের পথে যারা মানুষ কে ডাকে তাদেরকেও প্রাণ দিয়ে ভালোবাসে। যার জ্বলন্ত উদাহরণ আল্লমা সাঈদ রহ.। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে ঈমান, দেশপ্রেম ও ইসলাম প্রীতি কখনো মুছে ফেলা যাবে না। তিনি সকলকে আগামী দিনে ইসলামী আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, বান্দরবান জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সহকারী সেক্রেটারি মাওলানা নূরুল হাকিম, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা রফিকুল আলম, জামায়াত নেতা মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ নাছিম, তৈয়ব উল্লাহ ও ছাত্রনেতা ছালামত উল্লাহ। সম্মেলন সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুল আলম।
পূর্বের খবরশ্রমিক কল্যাণ ফেডারেশন পর্যটন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!
পরবর্তি খবরখুটাখালী ইউনিয়নে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত।