প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জানুয়ারি ২০২৫
“নতুন করে বিভাজনের বয়ান শুরু করলে তরুণ প্রজন্ম রাজনীতিবিদদেরকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে” -জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই -আগস্ট অভ্যুত্থান ছিল দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষ ও রাজনীতি কে ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত করেছে। তাই পুরাতন বয়ান নতুন করে শুরু করে বিভাজনের রাজনীতি করা কারো জন্য কল্যাণকর হবে না। আমরা এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করে সকলের জন্য উন্নত সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তরুণ প্রজন্মের স্বপ্ন কে ধারণ করে এদেশের মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তন করতে বদ্ধপরিকর। তিনি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি আরো বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবন ও সমাজের সর্বত্র ইসলামী নীতি ও আদর্শ অনুসরণের তাগিদ আছে। জামায়াতে ইসলামী সে বোধ ও বিশ্বাস থেকে মানব জাতির সামগ্রিক জীবনে ইসলাম মেনে চলার আহ্বান জানিয়ে যাচ্ছে। আমরা ধর্ম ব্যবসা করি না এবং আমাদের সেটা প্রয়োজনও নেই। বরং আমরা ধর্ম কে ধারণ করে সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। ২৪ জানুয়ারি বিকেলে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত খুরুশকুল ইউনিয়ন ১ নং জামায়াতের সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সেক্রেটারি আজিজুর রহমান, স্থানীয় জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুর রহীম, আবুল কালাম প্রমুখ।