প্রেস বিজ্ঞপ্তি, ২৫ জানুয়ারি ২০২৫
আগামী ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৫জানুয়ারী) বিকাল ৩টায় চকরিয়া কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল-আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্ব ও সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম সঞ্চালনা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সায়েদ, প্রশিক্ষণ সম্পাদক রশিদুর রহমান চৌধুরী,সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর,মাওলানা নুরুল আলম, সাংগঠনিক মাষ্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা আব্দুর রহমান(চেয়ারম্যান)অর্থসম্পাদক মাওলানা সিরাজুল ইসলামসহ ইউনিয়ন সভাপতি-সেক্রেটারী ও রুকুন(সদস্য)রা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি, কর্মী সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম যেন নির্বিঘ্ন ও সুশৃংখলভাবে হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সম্মেলন সফল আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।